মাদক না বলি
না বলি সিগারেট,
মাদক না বলি
না বলি জর্দা।
মাদক করে সমাজ নষ্ট
মাদক করে সংসার ছিন্ন
মাদক করে জীবন নষ্ট
মাদক করে পরিবেশ ধ্বংস।
না না না মাদক না
রুখে দাঁড়াও
মাদকের বিরুদ্ধে,
মাদক ধ্বংস করতে।
চলো যায় মাদক ধ্বংস করি
মাদকের বিরুদ্ধে রুখে উঠি,
মাদক ধ্বংস করে,
সুন্দর সমাজ গড়ি।
মাদক না না বলি
মাদক মুক্ত দেশ গড়ি
মাদক মুক্ত সমাজ গড়ি
মাদক কে না বলি।