মা ভালো না (ছোট বাচ্চার আবেগি ভাষা)

পুতুল খেলা পুতুল খেলা
খেলবো আমি আজ
তোমরা সবাই কাছে আসো
দেখো কত কাজ

বিয়ে দেব লাগবে অনেক
সাজ সজ্জার মাল
আজকে না হয় গায়ে হলুদ
বিয়ে হবে কাল

তোমরা সবাই আমার সাথে
খেলবে পুতুল খেলা
কিনতে হবে অনেক পুতুল
যেথায় মিলে মেলা

রান্না বারি চলবে বেশ
কেউবা আনবে পানি
মেয়ের মা হবে কেউ
কেউবা সাজবে নানী

এমন সময় ডাক লো মা
খেলা কি আর হবে না ?
বকছে অনেক ঘরে যেতে
রাগে বলি মা ভালো না!

0.00 avg. rating (0% score) - 0 votes