তুমি প্রকৃতি

তুমি আকাশ দেখ কত
উড়ে চল হয়ে উড়ন্ত পাখি
আমি তোমাকে দেখে তত
অসম্ভবের কিছু স্বপ্ন আঁকি।

আজ তুমি পূর্ণিমার আলো
সেজেছো বাহারি রং দিয়ে
মন মিতালির মায়া জ্বালো
প্রকৃতি তুমি আমায় নিয়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes