নিত্যদিনের ভাবনা আমার ভাবনা হয়েই রয়,
কখনও বা কালি হয়ে খাতার পাতায় বয়।
ভাবনাগুলো পায়না দেখা আলোর রেখা,
বাস্তবতার সূচিপত্রে হয়না কিছুই লেখা।
মরচে পড়া কাব্য আমার স্মমৃতির হাওয়ায় ভাসে,
মুছে গেলে একটু পরেই কার তাতে যায় আসে?
নিত্যদিনের ভাবনা আমার ভাবনা হয়েই রয়,
কখনও বা কালি হয়ে খাতার পাতায় বয়।
ভাবনাগুলো পায়না দেখা আলোর রেখা,
বাস্তবতার সূচিপত্রে হয়না কিছুই লেখা।
মরচে পড়া কাব্য আমার স্মমৃতির হাওয়ায় ভাসে,
মুছে গেলে একটু পরেই কার তাতে যায় আসে?