একফোঁটা শিশিরের জলপড়ে আছে
অল্প কিছু দুর্বাঘাসে শিশির যাহার,
মাটি বলে ভেজে দাও আমার শরির
শিশির বলেছে নহে সাধ্য নাই তার।
কেনো তুমি মোরথেকে ভেদ্রশ্বর হও
মানি আমি সেই কথা তবু তাও নও,
আমি ঘাসের উপর পাতার ভেজাই
তুমি বড় মহাভাই আমি ক্ষুদ্র কও।
তোমার ছোঁয়ার করে শীতল আমার
যাহা বলো তুমি কতো ভিজেছ বর্ষায়
স্বাদ কেনো মেটে নাই দেহের পিপাসু
গরজে মেঘের ডাক ভরেছে দর্শায়।
ঠিক বলে তুমি ভাই শিশিরের কণা
অতিরিক্ত কোনো কিছু স্বাদ নয়,
আমার উষ্ণতা পেয়ে ঘাসের নিবিড়
জেগে উঠবে তোমার ভেদিয়ে বিধায়।
আমি যেন একফোঁটা শিশিরের জল
তরুলতা ডগাভার করিযে শীতল
তাদের দেহের আমি জীবন টিকিয়ে
আমার কৌশল সুক্ষ সুন্দর অতল।
জলরাশি খন্ডে দৃশ্যে শিশিরের কণা
ভেসে যাই মুক্ততার সৌন্দর্যের বন্যা
ঘাসের সবুজ পাতা খুব ভাসে ভাল
আমি যেনো তার প্রেম আমন্ত্রণ কন্যা।