অবুঝ মজা
আল আমিন মুহাম্মাদ
বৃষ্টি এলো ঝম্ ঝমা ঝম্
হাট-বাজার গম্ গমা গম্
সবাই গেলো ভিজে,
বাপের সাথে হাটে গিয়ে
“মজা হলো কি যে!”
খোকা যদিও ভিজলো নিজে।
অবুঝ মজা
আল আমিন মুহাম্মাদ
বৃষ্টি এলো ঝম্ ঝমা ঝম্
হাট-বাজার গম্ গমা গম্
সবাই গেলো ভিজে,
বাপের সাথে হাটে গিয়ে
“মজা হলো কি যে!”
খোকা যদিও ভিজলো নিজে।