সড়ক দূর্ঘটনা
কবি অাল আমিন মুহাম্মাদ
————————–
সড়ক,সড়ক ,মহা সড়ক
ক্যামন হবে নিরাপদ?
নসিমনে করিমনে
ডেকে আনে যে বিপদ।
মাঠের চাষি ভাই কি আর
অফিস করতে পারে?
হাজার জীবন নিয়ে ছোটে
মূর্খ ড্রাইভারে।
মিটিং দিয়ে মিছিল দিয়ে
সড়ক মরা রোধ,
হয়না রে ভাই লাগে শুধু
আত্ব-চেতন বোধ।