স্টার জলসা
কবি আল আমিন মুহাম্মাদ
জলসা , জলসা , স্টার জলসা
ভারতের চ্যানেলগুলো
মহিলাদের সালসা।
পূর্বে ছিলো মহিলাদের
ইমান বড় শক্ত,
বর্তমানের মহিলারা
কিরনমালার ভক্ত।
একটা দিন না দেখিলে
পরাণ দেহে থাকেনা,
নামাজ বা কালামের কথা
একটু মনে রাখেনা।
যতই দ্যাখে সিরিয়াল
বেধর্মে হয় বেসামাল
সংসারেতে ভাই!
এই সমস্যা সমাধানে
কেউ কি দেশে নাই?