সেই ব্যক্ততা

    তোমার কিছু নীরব ভাষা
    শোনতে আমি ব্যক্ত,
    আমার কিছু নীরব ভাষা
    বলতে অনুরক্ত।।
    সারা দিনটা তোমার জন্য
    রেখে দিয়ে অদ্য,
    তোমার জন্য আনতাম কুঁড়ে
    শিউলি গাঁদা পদ্য।
    তোমার সকল চাওয়া গুলি
    আগে বুঝতে পারতাম!
    না বলে আর তোমার দোরে,
    হাজির করে বসতাম।
    তোমার মনের কথা গুলি,
    আমার কাছে বলতা,
    আর কিছু নয় আমার প্রেমে
    -আগুনেতে জ্বলতা।
0.00 avg. rating (0% score) - 0 votes