তোমার ফুলবাগিচা

    তোমার বাগানে আজ ফুটেছিল
    মুকুলের ঘ্রাণে কতগুলি ফুল,
    সবগুলি মুঠে নাও।
    মন খুব চায় আমারি মুঠোয়?
    কাকে তাই দেবে???

    উঠানে বসিয়া মালাটি গাঁথিয়া
    যদি দেখতার খুশিতে মাতিয়া
    হাতে তুলে কাকে দেবে।
    সেই দুয়ারের আঙিনার কাছে
    ভালবাসা হয় দুজনার যদি
    সেইদিন কাকে দেবে।

    বাগানের কাছে ফুলের বাজার,
    দেখি আমি তার হাসির বাহার
    সারাদিন যদি থাকতে বা-চাই
    সেইদিন কি বলবে।

    ফুল বিনিময়ে চাইনে প্রণয়
    যদি নাই বুঝ মনের বিনয়
    চোখে জল ভেসে রবে।।

0.00 avg. rating (0% score) - 0 votes