অভাবে স্বভাব

যাহার জন্য কাঁদে মন
এই ধরণী তলে গরীব কি’বা অসহায়
কাহার তরে বাড়াবে সাহায্যের হাত
প্রশ্ন মনে আমার কেন বানালো বিধাতায় ?

কত চেষ্টাই না করি দেখিতে তাহার সুখ
পাইনা খুঁজে তবুও কিভাবে হয়ে যায় দুঃখ
অভাব ছাড়ে না পিছু যার কোন দিন
পরিশোধ কত করিবে তাহার করা ঋণ?

দেশের পরিধি বুঝি অভাবে স্বভাব
দয়া দানে অধিকার এটাই তার ভাব
আমার সহানুভূতি কত হবে আর
দয়া দানে প্রতিদান শুধু বেদনার !

পথের শিশু বল, বল বস্তির মানুষ !
মানবতা নেওয়াই ভাব শুধুই ফানুস
পাওয়ার আশায় যারা দিন রাত্রি যবে
নেশার অতলে দেখিবে আজিকার ভবে !

শাসনে পোষণ যদি না হয় কঠোর
বিরাজ করবে ক্ষণ সভ্যতার ঘোর
ভালবাসা তবুও রবে হয়ে অপমান
ধিক্কার সমাজ তন্ত্রে অধিকারে সম্মান।

0.00 avg. rating (0% score) - 0 votes