মাদক ছাড়ি কলম ধরি
শিক্ষার পথে ছুটে চলি
মাদক ছাড়ি কলম ধরি
মাদক মুক্ত দেশ গড়ি।
মাদক ছাড়ি কলম ধরি
মাদক ধ্বংস করি,
মাদক ধ্বংস করে
মাদক মুক্ত দেশ গড়ি।
মাদক ধ্বংস করে
মাদক মুক্ত দেশ করি
মাদক ধ্বংস করে,
মাদক মুক্ত সমাজ গড়ি।
মাদক ছেড়ে এসো
আলোর পথে,
আঁধার থেকে এসো
আলোর পথে,
এসো মাদক ছেড়ে
এসো আলোর পথে।
মাদক করে জীবন নষ্ট
মাদক করে সংসার নষ্ট
মাদক কে ছেড়ে এসো
আলোর পথে।
মাদক ধ্বংস করো
রক্ষা করো মানুষের জীবন,
মাদক করে দিবে মৃত্যু জীবন
নষ্ট করবে মানুষের জীবন।
মাদক ছাড়ি কলম ধরি
মাদক মুক্ত জীবন গড়ি
মাদক মুক্ত গড়বো দেশ
মাদক মুক্ত বাংলাদেশ।
