হে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়
তোমারি জন্ম ১৯৩৫ সালে,
৮৪ বছরে রেখেছো পা ফেলে
বছরের পর বছর কেটে গেছে
রইয়ে গেছে নানা স্মৃতি
নতুন কিছু করার লক্ষ্যে,
আমরা পেয়েছি নতুন ভবনটি।
চারি দিকে গাছের সারি সারি
এক পায়ে দাড়িয়ে আছে লিচু গাছটি ,
মাঠ ভরা সবুজ ঘাসে চারা,
চোঁখ ঝলসানো বিদ্যালয়টা।
শিক্ষার মান ভালো
ভালো শিক্ষক মন্ডলী,
স্কুলটি সুনাম রয়েছে
আছে ঐতিহ্যবাহী নামটি।
গরীব দুঃখী ছাত্র-ছাত্রীর
পাশে রয়েছে,হাসিনুর রহমান
হাসিনুর রহমান দিন দিন,
নিয়ে যাচ্ছে বিদ্যালয়টি,
যাচ্ছে সামনের দিকে এগিয়ে।
পুরোনো ভবন থেকে
এলো নতুন ভবন.
স্বপ্ন পূরণ নতুন ভবন
বাস্তবে রূপ নিলো,
এলো নতুন ভবন।
হাসিনুর রহমানের শত চেষ্টায়
পেলাম আমরা নতুন ভবন,
স্বপ্ন দেখলো ভবন দেখলো
দেখলো নতুন ভবন,
নতুন ভবন পেয়ে,
উৎসবে মেতে উঠলো
ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডল।
