খোকার রাগ

 

  • খোকার রাগ
  • আল আমিন মুহাম্মাদ

 

খোকন সোনা, খোকন সোনা

        মায়র কোলে বসে,

       দুধ মাখানো ভাত খায়

       ফজলি আমের রসে।

 

    ঠোঁটে মাখা দুধের সর

    হলদে পাখি চালের পর

  খোকার মায়ে তাড়া দিলো

    ওমনি খোকার রাগ হলো।

 

       খোকা এখন খাবে না 

       মায়ের কোলে শোবে না,

       হলদে কটুম খবর দে

       পরাণটারে জুড়োয় দে।

 

0.00 avg. rating (0% score) - 0 votes