তোমরা যখন এগারো জন মাঠেতে যেই নামো,
ষোল কোটি বাঙালির প্রাণ আমরাও যে নামি।
তোমরা যখন জিতে যাওযে জিতে যাই যে আমরা
তোমরা যখন হেরে যাও কি হেরে যাইযে আমরা।
হয়তো তোমরা আমাদের কে দেখিতে নাই পাও
এই বাংলারই আনাচকানাচ থেকে দেখি তাও।।
ষোল কোটি মানুষের বল তোমাদের উপর ,
তোমাদের কেন জয় হবে না বলেছে কে? খবর।
হয়তো আমরা মাঠ গ্যালারি মাতাতে নাহ পারি
এই বাংলারই টিভির পর্দায় কেঁদে উল্লাস করি।
তোমরা যখন মাঠে খেলো সারা বাংলা গ্যালারি,
দেশের জয়ের হাসি টুকু হৃদয় টুকুর স্যালারি।