আমার খোকা

আমার খোকা চাঁদকে চায়
পেড়ে দিবে কে?
চাঁদের সাথে খেলবে খোকা
নিবে কোলে কাখে

বায়না বুঝি অনেক বড়
কাছে চাঁদ আয়’না
তোর জন্য আমার খোকা
কোন খাবার খায়’না

হাঁটি হাঁটি পায়ে চলা
দুষ্ট মিষ্ট কথা বলা
মনটা তাহার দারুণ ভোলা
চুপি সারে করে খেলা

সে তো এখন বেজায় রাগ
লাগবে তাহার বাঁকা চাঁদ
কান্না কাটির ঝড় বইছে
কারো কথা না শুনছে

আমার খোকা চাঁদকে চায়
তুমি দেবে নাকি
কোথায় আছো জলদি বল
আমি তোমায় ডাকি।

0.00 avg. rating (0% score) - 0 votes