দিদি ভাই

কাব্য উপহার তোমায় দিদি ভাই
মন্তব্যে অনুপ্রাণিত কর বলে তাই
ভাবনার গভীরে আজ নীরবতা
শারতের রাতে বৃষ্টির গভীরতা

বাদল ধারায় কষ্ট হয় বুঝি
কাঁদিয়া ফুপিয়া তোমায় যে খুঁজি
অসুখ অনলে আমি জ্বলবো ভাবি
দিদি ভাইয়ের সুস্থতা আমার দাবি

রাতের ঘুমে আজ স্বপ্ন নাই
কদম তলায় এই রাত্রিতে যাই
শিউলি আর হিজল ফুলের ঘ্রাণে
শরত কি দেবে আমায় মন না জানে

আমার মন ভারাক্রান্ত হল আজ
রাত্রি নিশিতে চাঁদের নেই সাজ
দিদি ভাই তোমায় চাই অনন্ত
অমর এখনি নয় চাই দিগন্ত।

0.00 avg. rating (0% score) - 0 votes