ভালবাসতে পারিনে

  • কব্যগ্রন্থ:কে নেবে এই লাশ
  •        ভালোবাসতে পারিনে
  •        -আল আমিন মুহাম্মাদ
  • চাঁদের পালংকে
  • তাঁরার ফুল দিয়ে পাতি বিছানা
  • তারপর
  • জোসনার জল দিয়ে করাই গোসল
  • মনের স্বপ্নসূতোই বোনা রুমাল
  •               ওই মুখে আলতো ছোঁয়ায়!
  • তারপর
  •            তোমার ঘোমটাটা খুলি
  •             একদম ধীরে ধীরে !
  • তারপর ওই ঠোঁট দুটোর কাছে যায়
  •                       আরো ধীরে ধীরে !
  • ধীরে ধীরে যেতে যেতে !
  • ধীরে ধীরে  যেতে যেতে !
  •        শেষ পর্যন্ত আমি ভস্ম হয়ে যায় !
  •                                    ভস্ম হয়ে যায়…
  • আমি তোমার জন্য এতটুকুই পারি
  • কতটুকু ভালোবাসি, তা আমি জানিনে।
0.00 avg. rating (0% score) - 0 votes