দান

কাব্যগ্রন্থ: হাওয়াই ওড়ে মন(অপ্রকাশিত)

দান

”””””

–আল আমিন মুহাম্মাদ

 

“””””””””””””””””””””””””””””””””””””””””””””

জোস্না সূনীল তারার আকাশ

হাওয়ায় হাওয়ায় মিষ্টি বাতাস

পাখপাখালির হৃদয় জুড়ে গান

কে করেছে মাঠে মাঠে সবুজ ফসল দান?

 

আকাশ ফেটে বিষ্-টি পড়ে

সোনা রঙ্গের রৌদ্র ঝরে

ধীরে বিকেলে নদীর বুকে

কুলুকুলু তান

কে পাহাড়ে ঝর্ণা ঝরায় উদাস করে প্রাণ?

 

চোখ জুড়েনো ফুল- বাহারে

মন ভূলানো ফল আহারে

আঁধার রাতে চাঁদের আলো

মনটা পেরেশান!

কে জোয়ারে পানি উঠোয় ভাটায় মারে টান?

 

নানান রঙ্গের পোষাক গায়

নানান স্বাদের খাবার খায়

আয়েশ করি ঘর-বিছানায়

থুয়ে দেহখান!

কে বেঁধেছে মায়ার ডোরে আত্বীয় সুপ্রাণ?

 

সকল কিছু মনের মত যে করেছে দান,

সে তো আল্লাহ্ মেহেরবান!

গাও তাঁরই গুণগান।

 

0.00 avg. rating (0% score) - 0 votes