জোসনা রাত
–অাল আমিন মুহাম্মাদ
জোসনা রাতে দেখছি আমি হেলান দিয়ে খুটি,
আসমানের ঐ গোল চাঁদটা সোনার গরম রুটি।
সাজলো আকাশ তারার ফুলে,মেঘ গিয়েছে দূরে
সোনা রঙ্গের বৃষ্টি পড়ে সারা উঠোন জুড়ে।
মাঠ ভিজ্লো,ঘাট ভিজ্লো,ভিজ্লো রাতে বাগ
প্রাণ জুড়ে যায় ভিটের ‘পরে হাস্না-হেনার রাগ।
এমন রাতে মন ছুটে যায় দীঘির পাড়ে বসে,
রাতের কবি চাঁদের সাথে আলাপ করি কষে।
সময় ঘড়ি যাক না থেমে, সূর্য চলে দূরে…
রাতের কালেই দিন কাটাবো,থাকবো অচিনপুরে।
