প্রিয়তমা তোমায় ছেড়ে
যাচ্ছি আমি বহুদূরে ,
আমি নেই সময় তোমার
কাটবে কেমন করে ?
আমার চোখে চোখ রেখে
বললে তুমি মৃদু হেসে ,
‘কে বলেছে তুমি নেই ?
অনুভবে সদাই রবে পাশে । ‘
প্রিয়তমা তোমায় ছেড়ে
যাচ্ছি আমি বহুদূরে ,
আমি নেই সময় তোমার
কাটবে কেমন করে ?
আমার চোখে চোখ রেখে
বললে তুমি মৃদু হেসে ,
‘কে বলেছে তুমি নেই ?
অনুভবে সদাই রবে পাশে । ‘