কবিতা লেখা
শুরু করেছি যখন,
বই বের করবো তখন,
হবো কবির মত কবি,
বের হবে আমার বইটি।
কবিতা লেখা শুরু করে
চলে কবিতা লেখালেখি,
কবিতা লেখালেখি করে
হবে বের আমার বইটি।
হঠাৎ করে কবিতা লেখি
আরিফার ভালোবাসায়,
আরিফার সাপোর্ট দিয়ে চলে,
আমার কবিতা লেখা।
স্বপ্ন দেখেছি কবি হবো
কবি নাম অর্জন করেছি,
অফেক্ষায় সেই দিনের জন্য?
আমায় কবি বলে ডাক দিবে
হবো আমি সেই দিনের কবি।
থেমে নেই আমি
থেমে নাই আমার লেখা,
কবিতা লেখা আমার চলে,
চলে আমার স্বপ্ন পূরণ চেষ্টা?।
শুরু যখন করেছি লেখা
চালিয়ে যাবো আমার লেখা
চালিয়ে যাবো সব,
বাঁধা অতিক্রম করে?
স্বপ্ন পূরণ করব কবি হয়ে,
পূরণ করবো আমি কবি বলে।