মানুষের অন্তরাল

মানুষের ভিড়ে মানুষ লুকিয়ে থাকে
গাছের আড়ালে গাছ,
আকাশ লুকায় ছোট্ট নদীর বাঁকে
জলের গভীরে মাছ।

পাতার আড়ালে লুকায় বনের ফুল
ফুলের আড়ালে কাটা,
মেঘের আড়ালে চাঁদের হুলস্থুল
সাগরের জোয়ার ভাটা।

চোখের আড়ালে স্বপ্ন লুকিয়ে থাকে
তোমার আড়ালে আমি,
দিনের বক্ষে রাত্রিকে ধরে রাখে
এভাবেই দিবসযামী।

0.00 avg. rating (0% score) - 0 votes