হেঁটে যাওয়া রাস্তা গুলো

হেঁটে যাওয়া রাস্তা গুলো
পথ বয়ে যাই শহর গুলো
ছুটে চলেছি শহর জুড়ে
হেঁটে চলেছি রাস্তা ধরে

খালি পায়ে ছুটে চলি
পথের পর পথ
খালি পায়ে হেঁটে চলি
শহর জুড়ে নানা অলি গলি পথ

খালি পায়ে ছুটে চলা
মনের কর্ম কারর্ণে
খালি পায়ে ছুটে চলা
আমার কর্মের কাজে

সংসার চালাতে পথে এসেছি
দুই হাত ধরে হ্যান্ডেল ধরেছি
হেঁটে চলেছি রাস্তা গুলোতে
পথ বয়ে চলেছি শহর জুড়ে

তীব্র রোদে হেঁটে চলা
রাস্তা গুলো তাপ ভরা
পুড়ে যাই পায়ের তলা
পড়ে যাই পায়ে ফোষা

খাদ্যের খোঁজে পথে পথে
খাদ্যের নিমিষে ছুটে চলে
খাদ্যের অভাবে না খেয়ে চলি
খাদ্যের আশায় পথ বয়ে হাঁটি

ঘাম ঝরানো শরীরে
হেঁটে চলি পথে পথে টাকা খোঁজি
পঞ্চাশ একশত টাকা জন্য
পথে হেঁটে হেঁটে ভাড়া মারি

কষ্ট করে হেঁটে হেঁটে মানুষ গুলোকে
পৌঁছে দিতে
পৌঁছে দেয়ার বিনিময়ে
টাকা পয়সা দিত আমায়

হেঁটে চলেছি অজানা শহরে
জানিনা যাবো কোন পথের মাঝে
হেঁটে হেঁটে চলে যাই আমি
হেঁটে চলে যাই পথের মাঝি

রাস্তা গুলো অচেনা
শহর জুড়ে মায়া বেদনা
আল্পনা কল্পনা যন্ত্রণা
কষ্ট গুলোকে আপন করে
ছুটে চলি পথের মাঝে
হেঁটে যাচ্ছি স্বপ্নের শহরে।।

0.00 avg. rating (0% score) - 0 votes