স্কুল জীবন

স্কুল জীবন ছোট ছিলাম
ছিলাম দুষ্টু ছেলে।
সবার সাথে দুষ্টামি
করে হয়েগেছি দুষ্টু ছেলে।

ব্রেঞ্জ নিয়ে মারামারি
করি বন্ধু বান্ধবী সাথে।
ব্রেঞ্চ ধরার জন্য আগে
আসতাম স্কুলেতে
ব্রেঞ্চ ধরে বসতাম
সামনের ব্রেঞ্চেতে।

স্কুল জীবন শেষ করে
পড়ি কলেজেতে
আগের মত স্কুল জীবন
ফিরে পেলে এই জীবন
ধন্য হতো এই জীবনে।

স্কুল জীবন শেষ করে
মিস করি সেই দিন
ফেলে আসা স্মৃতি
আর কোনো দিন
ফিরে আসবে না।

মুহূর্তে কেটে গেছে
গেছে স্কুল জীবন
ফিরে আসবেনা তো
কোনো দিন স্কুল জীবন।

মনে পড়ে যায় স্কুল জীবন
পড়ে যায় স্কুলের স্মৃতি।
মনে পড়লে অন্তর কাঁদে
কাঁদে এই অন্তরটি।

খুব মিস করি
করি স্কুল জীবন
ফিরে পেলে
এই ধন্য জীবন।
স্কুল জীবন

0.00 avg. rating (0% score) - 0 votes