এক ঝাঁক পাখি উড়ে বেড়ায় মুক্ত আকাশে ডানা মেলে
এক ঝাঁক পাখি উড়ে বেড়ায় মুক্ত সবুজ শ্যামল দেশে।
ঝাঁক বেঁধে মুক্ত হয়ে উড়ে বেড়াই নানা পাখি।
সুন্দর আকাশে ফুটে উঠে তাদের স্মৃতি।
ঝাঁকে ঝাঁকে ছুটাছুটি করে নানা পাখি
মুক্ত আকাশে উড়াল দিলো তাদের স্মৃতি।
ডানা মেলে আকাশেতে উড়ে শত পাখি ঝাঁক
সুন্দর আকাশে মুক্ত হয়ে উড়ে শত শত পাখি ঝাঁক।
খাদ্যের নিমিষে ঘুরে বেড়ায় পাখিদের ঝাঁক
খাদ্যের সন্ধানে ছুটে চলে তাদের সাত।
এক ঝাঁক পাখি বেঁধেছে গাছের ডালে বসবাস
বৃষ্টি দিনে এলো বলে ভেঙে যাবে তাদের বসবাস।
ঝাঁক বেঁধে উড়ে বেড়াই শত শত পাখি ঝাঁক
সুন্দর করে তুলে আকশের দিকে তাকিয়ে থাক।
শত শত পাখি ঝাঁক উড়ে বেড়ায় মুক্ত আকাশে
শত শত পাখি ঝাঁক ডানা মেলে উড়ে বেড়ায় মুক্ত আকাশে।
মুক্ত আকাশের পথে ছুটে চলেছে ডানা মেলে উড়াল দিতে
ইচ্ছা মত উড়বে তারা ডানা পাখা মেলে।