সিগারেট খাইনা আমি
খাইনা কোনো নেশা।
এই জগতে ভালো আছি।
আমার কর্মে পেশা।
সিগারেট খেলে কান্সার হয়
মিত্যুর নেশায় মরি।
সিগারেট না খেয়ে
জীবন কে রক্ষা করি।
নেশা করে ধ্বংস
জীবন কে করে নষ্ট
পরিবার কে করে
নানা অশান্তির কষ্ট।
নেশা না করে
জীবন কে রক্ষা করি।
সুন্দর করে।
জীবন কে গড়ি।
নেশা দুর করো
জীবন রক্ষা করো।
নেশা না করে।
সুন্দর জীবন যাপন করো
নেশা আমি ছুঁতে চাইয়না।
চাইয়না কোনো মিত্যুর ঝুঁকি।
এই জগতে বেঁচে থাকতে হলে।
নেশা কে না বলি।