“আমার দেশের মাটি
সোনার চেয়ে খাঁটি,
আমার দেশের মাটি
ফসলের সেরা মাটি।
দেশের মাটিতে ফসল ফলে
ফলে নানা রকম ফসল,
বার মাসে ফসল ফলে
দেশের মাটিতে ফসল।
দেশের মাটিতে ফসল ফলে
গর্ব করে কৃষক,
কৃষক শ্রমিকের ফসল চাষে
গর্ব করবে দেশ।
নিজের দেশের মাটি
নিজের দেশের ফসল,
গর্ব করবে কৃষক শ্রমিক
গর্ব করবে দেশের মানুষ।