স্বার্থের মানুষ

স্বার্থের মানুষ তুমি স্বার্থে চলো
চলো তুমি ছলনা করো
কেমন করে ধরি তোমায়
ধরি তোমায় সময়ে।

স্বার্থের জন্য থাকো তুমি
থাকো স্বার্থ নিয়ে
মানুষ কে বোকা করে
চলো তুমি চালাক হয়ে।

স্বার্থের জন্য সময়ে ব্যবহার করো
করো তুমি প্রতারণা
সময় বুঝিয়ে দাও
দাও তুমি স্বার্থ চেনা।

স্বার্থের জন্য ছিলে তুমি
ছিলে অমানুষ?
মানুষ কে বোকা করে
নিজে হয়েছো বড় মানুষ।

স্বার্থের জন্য চলো
চলো মানুষের সাথে
নিজেকে নিয়ে গর্ব করো
ভাবো নিজেকে বড় মানুষ।

0.00 avg. rating (0% score) - 0 votes