আমি হতে চাই কবি

আমি হতে চাই কবি
আমি হতে চাই কবির মত কবি
আমি হতে চাই লেখক মত লেখক
আমি হতে চাই কবি।

রাত দিন জেগে
কবিতা লেখি
লেখি অনেক কিছু
জানিনা জানিনা
কার মনে ভালো লাগি।

হঠাৎ করে কবিতা লেখি
লেখি নানা কিছু নিয়ে কবিতা
দৃশ্য দেখে কবিতা লেখি
লেখি অনেক কিছু দেখে
অবাক হয় মানুষ
আমার কবিতা পড়ে।

কবিতা লেখা শিখলাম
আঁখি মনি কাছে
নিজের জ্ঞানে লেখি
লেখি কবিতা ।

ভাবেনি কখনো
কবি অনিক নাম হবে
বন্ধু বান্ধবী সবার কাছে
কবি অনিক নামে ডাক শুনি
শুনি বড় ভাই বোনদের কাছে
শুনতে খুব ভালো লাগে কবি অনিক নামে।

আমি হতে চাই কবি
আমি হতে চাই কবির মত কবি
আমি হতে চাই সবার কাছে কবি
আমি কবি হবার স্বপ্ন পূরণ করতে চাই
চাই একজন কবির মত কবি হতে
আমি হতে চাই কবি আমি হতে চাই কবি।

0.00 avg. rating (0% score) - 0 votes