শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন দশম পর্ব- পূজোর কবিতা-১০

শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন
দশম পর্ব- পূজোর কবিতা-১০
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের কাশফুলের অপরূপ শোভা চোখে পড়ে। ভাদ্র ও আশ্বিনমাসে সাদা সাদা তুলোর মতো মেঘে ছেয়ে যায় আকাশ, মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে সেই মেঘ আরও হালকা হয়, আরও সাদা হয়। সে মেঘের ছায়া পড়ে নদীর ধারে, কাশবনে। মেঘ, আকাশ আর কাশফুলের ছায়া পড়ে নদীর নীলজলে। অজয়ের দুইধারে কাশফুলের শোভা অতি মনোহর।
অজয়ের দুইধারে ফোটে কাশ-কুশ, ঘরের আঙিনায় ফোটে শিউলি বা শেফালি, খাল-বিল-পুকুর-ডোবায় থাকে অসংখ্য জলজ ফুল, শাপলা, শালুক ইত্যাদি। সরোবরে বিকশিত হয় কুমুদ-কমল। মধুলোভে তাই ছুটে আসে অলির দল। ফুলের সুবাসে চৌদিক ভরে ওঠে। নদীতীরে কাশফুল শোভা দেয়। পূজো এসে গেল। এলো খুশির রঙে রাঙিয়ে তোলার দিন। আসুন, আমরা সকলেই পূজোর রঙে হৃদয় রাঙিয়ে তুলি।
এমন শরতে কবিগুরু রবীন্দ্রনাথের মতো আমরাও যেন বলে উঠি : ‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ/আমরা গেঁথেছি শেফালী মালা/নতুন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি বরণডালা।’
শব্দনীড় ব্লগের সাথে যুক্ত সহৃদয় সকল লেখক-লেখিকা, কবি ও সাহিত্যিকগণকে জানাই শরতের শুভ্র শুভেচ্ছা ও শারদীয়া অভিনন্দন। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু।

শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন
দশম পর্ব- পূজোর কবিতা-১০
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের সোনা ঝরা নির্মল কিরণ,
তরু শাখে বিহগের মধুর মিলন।
প্রভাতপাখির গান শুনি কান পেতে,
সুমধুর গান শুনে প্রাণ উঠে মেতে।

রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
সেই পথ গেছে চলে নদীঘাট ছাড়ি।
অজয়ের দুই কূলে শুভ্র কাশ বন,
কাশফুল শোভা হেরি হরষিত মন।

শেফালি মালতী যুঁথী, ফুটেছে টগর,
সরোবরে বিকশিত কমল নিকর।
সবুজ ধানের খেতে ঢেউ খেলে যায়,
শুভ্র মেঘ ভেসে যায় আকাশের গায়।

শরতের আগমনে প্রফুল্লিত মন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

আমার পূর্ব-প্রকাশিত অন্য একটি শরতের আগমনী কবিতা
শরতের আগমনী
লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের সোনারোদ দোলা দেয় মনে,
ফুটিল কমল কলি কমল কাননে।
কমল কাননে ফোটে কুমুদ কমল,
মধুলোভে আসে ছুটে যত অলিদল।

ভোরের বেলায় ঝরে নিশির শিশির,
কাশফুলে ছেয়ে আছে অজয়ের তীর।
অজয়ের নদীজলে মাঝি নৌকা বায়,
যাত্রীরা নৌকায় বসে পার হয়ে যায়।

শরতের সাদামেঘ গগনেতে ভাসে,
সবুজ ধানের খেতে সোনারোদ হাসে।
সোনাঝরা রোদ হাসে আকাশের গায়,
রাখাল বাজায় বাঁশি তরুর ছায়ায়।

আশ্বিনেতে দুর্গাপূজা ভারি ধূম হয়,
পূজার খুশিতে নাচে সবার হৃদয়।

শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন দশম ( শেষ পর্ব) – পূজোর কবিতা-১০ প্রকাশিত হলো। আমার পরবর্তী কাব্য “ যা দেবী সর্বভূতেষু…… মহিষাসুরমর্দিনী” আগামীকাল থেকে পর্বে পর্বে প্রকাশিত হবে।। সকলের সহযোগিতা কাম্য। সাথে থাকবেন- এটা প্রত্যাশা করি। জয়গুরু!

0.00 avg. rating (0% score) - 0 votes