স্বপ্নপূজারী..

আমি স্বপ্ন ছুঁতে চেয়ে
জীবনের কাছ থেকে পালিয়ে গিয়ে
কতটা ভুলে তপ্ত হয়ে পারি
সে প্রতিমার পায়ে পূজো দিতে?
তবুওতো সেই মন্দিরে হেঁটে হেঁটে
যেচে গিয়ে পারলাম আমি রাঙাতে
তোমায় কোন এক প্রভাতে!
তুমি তো তাই চেয়েছিলে..
তোমার স্বপ্নের পূজারী হতে
শেষ বিদায়ের আলিঙনে বলেছিলে আমায়
একটু একটু করে নিঃশ্বাসের শেষ সীমানাতে!
তারপর কতটা দিন আমি নিখোঁজ রয়েছি
লোকালয় ছেড়ে এক নিঃশব্দের মিছিলে!
জমাট বাঁধা বরফের তীক্ষ্ণ ফলাগুলো সন্তপর্নে
কতটা গোপনেই না রক্তের নহর বইয়ে দিয়েছে
তোমায় লুকিয়ে রাখা হৃদপিন্ডের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে!
তুমি তো তাই চেয়েছিলে..
তোমার স্বপ্নের পূজারী হতে
আমি চেনা এ গন্ডি, এ লোকালয় ছেড়ে
অচিন অন্তকাল পেরিয়ে যেন যাই আরো বহুদূরে!
প্রতিটা পদচিহ্নে যেন নীরবে খুন করি
তোমাতে আমাতে মিশে যাওয়া প্রত্যেকটি অনুভূতি
প্রতিটা গোধুলি, আলসে দ্বিপ্রহর, প্রতিটা নিশুতি!
আর আমি চাই.. আসমুদ্রহিমাচল ছাড়িয়ে
উষ্ণ প্রস্রবনের গোটা গোটা অনুভূতি মেশানো
জল আবদ্ধ হয়ে শ্যাওলা জমুক পাথরে
যে পাথর আজও ভর করে আছে তোমার বুকে!
নিঃশ্বাসের দুর্বোধ্যতা গ্রাস হোক জলের ফিসফাসে
ঘোর কাটিয়ে ভাঙা স্বপ্ন উবে যাক কর্পুরের দীর্ঘশ্বাসে…

0.00 avg. rating (0% score) - 0 votes