আয়নারে বুকের মাঝে আয়না

আয়নারে বুকের মাঝে আয়না ।।। শফিক তপন

কি জ্বালা এ মনের মাঝে বন্ধু তুই বুঝলিনা,
এ জীবনে আমায় তুই একবারও খুঁজলিনা ।
এবুকটা চিরে যদি দেখাতে পারতাম তোরে,
বুঝতে পারতি কত জ্বালা দিয়েছিস মোরে ।

যতই ব্যাথা দিবি সইব কিছুই বলবনা কভু,
জ্বলে পুড়ে অংগার হব তোকে ভুলবনা তবু ।
কত স্বপ্ন ছিল জোছনা মাখব পূর্ণিমা রাতে,
মিশেযে একাকার হয়ে যাব দুজন দুজনাতে ।

সব স্বপ্নই আমার মিথ্যা হল তুই কাছে নাই,
যত যাবি ভুলে মোরে তত শুধু তোকেই চাই ।
দূরে গিয়ে ভাবিসনা আমি তোকে ভুলে যাব,
তোকেই বাসব ভাল হয়ত কিছুই নাহি পাব ।

বুকের মধ্যে রেখিছি তোকে যতই দু:খ দিস,
জানিস না তুই আজও তোকেই করছি মিস ।
আয়না রে সবই ভুলে আমার কাছে আয়না,
এবুকের মাঝে রাখব তোকে এইটুকুই বায়না ।

শরৎকাল
২২শে ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ
শুক্রবার, ৬ই সেপ্টেম্বর, ২০১৯ইং

0.00 avg. rating (0% score) - 0 votes