ফিরে দেখা

জুয়ারে ভেসে
         আসলো শেষে
                   আমার তীরে তরী,
বাঁধন ছাড়া
       মন উতলা
             গাইছে বেসুরো জারি ।
গগন পানে
        পাল উড়াইয়া
                 দাঁড় টানা এক মাঝি,
ফোকলা দাঁতের
          বন্ধু সেজন
                 আসলো বুঝি আজি ।
ঝড়ো ঝড়ো
         দমকা বাতাস
                 ঢেউয়ে নাচে জল,
হাসির চলে
        ভেজা জলে
               কাপে হৃদকমল।
বুকের মাঝে
        মায়ার টানে
                আসলো বুঝি এই,
জোয়ার ভাটার
        মাঝি বন্ধু আর
                আমার মাঝে নেই ।
নিত্য দিনের
        আশায় থাকা
                 হবে কবে শেষ আর,
এই জুয়ারে
        চলে গেছে যে
                 ফিরে পাব কি আবার ?
0.00 avg. rating (0% score) - 0 votes