ইচ্ছে ডানা

ইচ্ছে ডানায় উড়তে মানা
       শুনবো না আজ আমি
বাঁধন খুলে দুষ্টু ছলে
       দেখবো শুধু তুমি ।
ভালোবেসে ভিন্ন দেশে
      বাধঁবো প্রেমের ঘর
তুমি ছাড়া মনের মাঝে
       সব হবে আজ পর ।
0.00 avg. rating (0% score) - 0 votes