আজব সমাজ আজব দেশ |
করছি সবাই বাস, |
আপন ভূবন মিথ্যা কানুন |
নেইকো মোদের লাজ। |
নিত্য সাজি বিয়ের কাজী |
লুট দখলে ভূমি, |
পিষ্ঠ সবে দুষ্ট ভবে |
উচ্চে তবে তুমি। |
আজব দেশের মহা নায়ক |
হতে চাইলে করো, |
বীরের বেশে রক্ত চুষে |
পরের অর্থ ধরো। |
খুনখারাবি করবে সবি |
বাঁধা দেবে কে আর? |
ধর্ষিতা বোন করবে ক্রন্দন |
অভিনন্দন তোমার। |
আমরা লিখি মুক্ত লেখা |
কি হবে আর ভেবে? |
চাইবে যখন পাইবে তখন |
যা চাইবে তাই নেবে। |
আজব দেশের আমরা একা |
সুখের রাজ্যে থাকি, |
সুখ পাখিতো উড়াল দিছে |
মিছে মিছে ডাকি। |