স্বপ্নে দেখা হয় তার সাথে- ছায়াঘেরা চিরসবুজ অরণ্যের পাশে, বরফ ঢাকা সাদা পাহাড়ের দেশে; দেখা হয় তার সাথে- খরস্রোতে বয়ে চলা নদীর কিনারায়, তারাভরা রাতে শান বাঁধানো বটের গোড়ায়।
কথা হয় কত তার সাথে মোর, খুলে দিয়ে যত ভাবনার দোর। হেঁটে চলা হয় দূর বহুদূর, গান গাওয়া হয় সুরে মিলিয়ে সুর। স্বপ্নে তার সাথে মোর দেখা হয়, জগতের সব ভালোবাসা যেন আমায় ঘিরে রয়।