গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-১১
-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের কবিতা মাটির গান,
আমার গাঁয়ের মাটির টান,
সে গান মাটির কথা বলে,
মাটির মানুষ আমার গাঁয়ে
আমকাঁঠালের সবুজ ছায়ে।
গ্রাম্যবধূ কলসী কাঁখে চলে।
রাঙাপথে উড়িয়ে ধূলো,
দৌড়ে গরু বাছুর গুলো,
রাঙাপথ নদীর ঘাটে মেশে,
পথের বাঁকে তালদিঘিতে,
মরাল জলে সাঁতার কাটে,
চাষীরা ঘরে ফিরে দিনশেষে।
গাঁয়ে নামে সাঁঝের আঁধার,
ফুটে তারা আকাশ মাঝার,
চাঁদ উঠে জোছনা পড়ে ঝরে,
মাঝ রাত্তিরে নদীর বাঁকে
থেকে থেকে শেয়াল ডাকে,
ভোর হয়ে আসে নদীর চরে।