আমার একটি বন্ধু হারিয়েছে পথ,
যতো বলি ঠিক কথা! ঢুকেনি মাথায়।
কোথায় সম্মান তাকি !কি ধুলিরসাথ।
সারা দিন চিন্তা ভরা! লিখে কি খাতায়।
এমন নেশার প্রেম ডুকছে মাথায়
কথার নাই সামাল ইজ্জতের খুঁটি,
প্রেম নামে মিথ্যা পায় জীবন চড়ায়।
জীবনের বাকিটায় সব সুখ মাটি।
প্রথম যেদিন দেখি কথা বলি তার!!
ও কি কতো ভাল ছিল বিনয় সুতায়।
কতো স্বপ্ন ডেকে ছিল মুখের বারন ।
হলুদাভা মুখ আহ শ্যামলিমা গায়।
এমন কঠিন পায় ধরছে অসুখ,
জীবনের বাকি পথ অমলিন তায়
অনেক চেষ্টা করেছি এই মন প্রাণে
এই পথ মিছা নাহি গুনপোকা খায়।
দুষ্টেরা যে করে প্রেম ভালদের বন্ধু
নাইলে তার জীবন ধংসর লিলায়,
কচি পাতা ঝরে নিচে, আকালের ডাল
একমন ভাঙে যার শতটি ভাঙায়।
ওর মন খুব যেনো থাকে সরলতা
সরল মনে কষ্টরা পাহারা বাঁধায়,
সরল মনে ধোঁকার সহ্য নাই হয়,
জিদ যেন ঢালে তার ইজ্জত লুটায়।
কপাল লিখন যদি আগে বর্ধধায়।
অনলে সকল সুখ জ্বলে পুড়ে যায়
যথায় বাস তথায় পায় চলে যায় ।
ইজ্জত রক্ষায় মন শ্রী ললনায়।
সরলতার ধোঁকা দেয় বেহুলা চাহনি
বোঝেনা তার জীবন প্রেম জাগে হিয়া
সেই লোক বোকা সোকা মুখ মায়াময়
কথায় জয়ন্তি ভুত আটুশুটি দিয়া।
গুনিজন শুনি কথা আগাম নিকার
সব লোক ভাই বন্ধু মন পরাগম,
তার আগে দিতে নাই হিয়ার দাখিল
এই জগতের লিলা কঠা হরদম ।
মনে আছে কিছু কথা চরম সত্তায়
তেল জল তীল কিল ইজ্জত কোটায়
এক বার যদি কভু পড়ে না ওঠায়।।
ধয্যর কেশিলে হাত মাথায় খোঁচায়।