সাদা পায়রা

সাদা পায়রা
✍ বলরাম সরকার
*****************
মনের ভিতর তখন
চাওয়া পাওয়ার মাঝে
চলছিল প্রবল অন্তর্দ্বন্দ্ব ;
স্বপ্ন আর বাস্তবের
রক্তক্ষয়ী যুদ্ধ।
আঘাতে আঘাতে
দুই পক্ষই প্রচন্ড আহত ;
আর মনভূমি রক্তাক্ত।
তখন তুমি সাদা পায়রা হয়ে
আকাশে মেলেছিলে ডানা।
থামিয়ে যুদ্ধের দামামা
উড়েছিলে আকাশ জুড়ে –
দিয়েছিলে শান্তির বারতা ।
দুদন্ড শান্তির লোভে
তোমাকে আমি বন্দি করিনি
সোনার খাঁচায় ,
কিংবা লোহার শিকলে ।
নীল আকাশে উড়তে উড়তে
একদিন কোথায় যেন
সাদা পায়রাটা গেল হারিয়ে ,
আর এল না ফিরে ।
তার ফেরার আশা
করিনি কখনও ।
আমি চাইও না কখনও
আসুক আবার ফিরে
সেই শান্তির সাদা পায়রা।
কারণ শান্তি বড় কষ্টকর ;
জীবনে সে থাকে না বেশিদিন।
আমি এখন বুঝে গেছি ,
যুদ্ধই অতি বাস্তব ;

যুদ্ধই একান্ত আপন ।
আর সংগ্রাম করে 

বেঁচে থাকাটাই জীবন।

১১|০৮|২০১৯

প:ব: (ভারত)

0.00 avg. rating (0% score) - 0 votes