মনের মানুষ দেখা নাই

    মনের মানুষ আজো দেখা দিল নাহি,
    আমার চৌচলা ঘরে নির্জুম নিলয়।
    আর কতো কাল থাকি এই পথ চেয়ে?
    তবু যেনো মনে হয় রয়েছি অক্ষয়।
    কতো দেখা দেখি চলে, থাকে ঝং সংশয়
    পিছনে ফিরিয়ে দেখি অতীত টাটায়।
    কঠিন পাথার মনে হেসে খেলে তায়।
    আহা কি এমন রঙ জগতে ফোঁটায়।

    কেউ বড় স্বার্থপরী কেউ রূপ পরি,
    কেউ ওই খুব যার অভিনয় কারি
    আহা কতো রূপ রঙ হাসির খোরায়
    কেউ আছে যেনো নিজ মন উঁচু করি।

    কতো মানুষ দেখেছি নাই অপেক্ষায়
    আমি আছি একা যেনো এক পাহারায়!!
    সকাল বিকেল যার খুঁজি সন্ধিক্ষণ,
    সবাই যেন স্বার্থের পথ ইশারায়।

    আমাকে ডেকে ভুলিয়া শুধু চলে যায়!!!
    দেখি খেলা খেলি আহা সব অভিনয়!!
    তবু যেনো দুঃখ নাই একা একা বলি,
    নির্জন ঝোপের বসে রাখে ভাবনায়।

    আমার রয়েছে পাশে গাছগাছালি পাতা
    ওহারা বুঝে আমার কথা মনে হয়!!!
    আমি কথা বলি ফুলে প্রকৃতি বিলাসি
    ওরা মোর প্রেম পাত্রী আমার বেলায় ।।।।।

0.00 avg. rating (0% score) - 0 votes