পরশ

পরশ
✍ বলরাম সরকার
**************
যে গাছের ডালে
কোনো এক কালে
থাকত ভরা ফুল আর ফল ;
সকালে বিকালে
থাকত পাখিদের কোলাহল ;
প্রখর দাবদাহে
বর্ষার বিরহে
সে ডাল হয়েছিল পাতাবিহীন ,
মূল ও শুষ্কপ্রায় ;
জীবন এসে দাঁড়িয়েছিল
মরনের আঙিনায়।

আজ আকাশের কোণে
কালো মেঘ দেখে
গাছের মরে যাওয়া ,
সব গেল রুখে ।
শিকড় পেল তার
বৃষ্টিরও কিছু ছোঁয়া ;
পাতার কালিমা ধুয়ে
গাছের হল নাওয়া ।

তবে, গাছ কি ফিরে পাবে
পুরাতন সেই জীবন ?
শুধুই কি বারিধারা ;
খনিজের নাই কি প্রয়োজন ??
২৯|০৭|২০১৯
রুকুশপুর ,পূর্ব বর্ধমান

0.00 avg. rating (0% score) - 0 votes