-
আমি একবার নিজেকে ভালবাসিব
আমার কাটিয়া যাইবে অনেক দিন
লক্ষ লোকের শ্রোতের পাশ দিয়া
আমি হেঁটে যাব পথ লক্ষ্যের দিকে।
পৃথিবীর রাখা দুঃখ ক্রাস মুছে,
আমি এগু যাব রণবীরো দীপ্তির
আমি শুধু শুনি জয়ধ্বনি বাজ
ক্রমশ দিকে ধাবমান হয়ে আসে
এই পৃথিবীর অন্ধকারকে ছিরে…..
আমি হেঁটে যাব পথ লক্ষ্যের দিকে।
আমার ভিতরে নতুন শিশুর প্রাণ
জাগিয়া উঠিবে সমদূত ধাবমান।।
আমি হেঁটে যাব পথ লক্ষ্যের দিকে।
এক বসুধারা আলোক উজ্জ্বলতা
ক্রমশ এরে এগিয়ে আসবে জানি।
আমি অপেক্ষা করি এমনই দিন,
আবার জন্ম লগন হইবে ফির
আমি অবতার ভুলে গেছি পিছু কাল
আমি হেঁটে যাব পথ লক্ষ্যের দিকে।
ভুল হইবেনা কিছু আর কিছু কিছু
মনে রাখি আমি ফেলে রাখা পদ চিহ্ন।
সেই বেইমান উচ্ছৃঙ্খ মুখ গুলি
তাদের জন্য ভগবান রুক্ষে বলি।
সাবধান বানী সাবধান বানী শুনো।
আপনার তরে ভালবাসা ছিড়ে নাযে ।
শয়তান দাঁড়া আছে পাছ ছায়া ঘির।
সাবধান মাঝি সাবধান মাঝি শোনো .
অতঃপর আমি চলিব আপন পথ।
আমি হেঁটে যাব পথ লক্ষ্যের দিকে।
তারপর আমি নিজকে ভালবাসিব।
একটি বাগান গড়িব আলোক ময়,
স্বর্গীয় দূত আসিব জুড় আলোয়।