আমাদের বীরশ্রেষ্ঠ

ওহারা সবাই এই দেশকে চিনেছে
নাম লিখে গেছে সাতজন বীর শ্রেষ্ঠ
হামিদুর মতিউর আর মোস্তফা কামাল
ওঁরা কেহ জানেনা কি সেই পরিচয়।
এই সাহসীদের জন্ম কোথাকার বীর।
উঠিয়া আসিলো এই বঙ্গতর তীর।
মৃত্যুর মতো প্রবাহ মাঝখান থেকে
তুলে এনেছিল হাতে এই স্বাধীনতা।
এই ছেলে কার কার এই এই পুত্র….
ওরা কেউ তার খুব একটু জানেনা

এই বীর ছেলেদের কোন পরিবেশ।
ওই কোন বাতাসের দেহ দিল শক্তি।
ওরা কেউ জানে নাহ বাবার নামটি
ওরা কেউ জানে নাহ মায়ের নামটি
ওরা কেউ জানে নাহ কোন গ্রাম তার
কোন শহুরের নাকি এই ছেলে দল।
ওরা জানে সাতজন বীর শ্রেষ্ঠ দের।
এই হামিদুরে বাড়ি শৈশব কোথায় ।
মতিউর রহমান শৈশব কোথায় ।
মোস্তাফা কামাল শৈশব কোথায় ।
মহিউদ্দি জাহাঙ্গীর শৈশব কোথায়।
নুর মোহাম্মদ শেখ শৈশব চড়ন ।
মুন্সি আবদুর রফ শৈশব চড়ন।

রূহল আমিন দের শৈশব কোথায় ।
ওরা কেউ জানে নাহ তাদের ঠিকানা
এই ভোলা জেলা নাম শুনেনি কখনো
শুনেছে বীর শীপাহি মোস্তাফা কামাল।
তার মার ডাক সেই কান্নার শব্দটি
ছেলে হারা শুনেছিল মেঘনার নদী।

ওরা কেউ শুনে নাই সেই সুর ডাক
বনের ঝোপের কোন পাতায় শব্দের
একমন বল বীর ছেলেদের হাতে
এই তরুলতা গুলো মুক্তর স্বাধীন।
বলি ওই সাত জিলা লোকেরা কর্মট,
বীর শ্রেষ্ঠ দের দেশ সাহসী উদ্দাম।
ওরা লড়ুকের বীর সন্তান মাটির,
ওদের তোমারা দাও চিরন্ত সম্মান।

ওরা কেউ জানে নাহ পরাজিত ভয়,
কতোটা ভীতুতে কেঁপে উঠিল বাগান।
হার নাহ মানা জীবনের ক্ষয়।
মৃত্যু মুখোমুখি দাঁড় দেশের রক্ষায়।
কাঁদিল আকাশ বায়ু বৃষ্টির বার্তায়।

কেউ কেউ জানে নাহ সাতজন কারা
হিংস্র তার দেশ ভাঙা নিয়ে কথা বলে।
যারা দেশজুড়ে কেউ স্বীকার করেনি।
তারা এই দেশ নয় দেশের সন্তান।
যারা কেউ নাই চিনে এই নদী মাঠ
কোথায় গড়িয়ে এসে চল গড়ে বায়।
যারা কেউ জানে নাহ বাংলার ঐতিহ্য।

এই ভোলা জেলা রূপ বৈচিত্র্য মাঝার
এই বীর শ্রেষ্ঠ জন্ম ভোলাকে চিনেনি।
চৌষট্টি জেলা চৌষটি নাম লিখা নাই।
এমনকি বিভাগের এই নাম নেই।
হয়তো সাত জেলার সাতজন বীর।
এই সন্তান দিয়েছে শ্রেষ্ঠ ছেলেদর
এই বাতাস শ্রেষ্ঠত এই সন্তানদের,
এই সাত জেলা শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠদের।.

/অক্ষর বৃত্তে//রচনা মুহাম্মদ মুসা/

0.00 avg. rating (0% score) - 0 votes