অভিযোজন
-বলরাম সরকার
■■■■■■■■■■■■■■
সব ফুলই নাহি যে পায় ঠাঁই
দেবতার ও দুটি পায় ।
সব নদীই যে মেশে না সুখে
বৃহৎ সাগরের বুকে ।
সকল শব্দই হয় না তো গান
তৃপ্তিতে ভরে না কান।
সকল রাতে থাকে না ভালো
স্নিগধ চাঁদের আলো ।
সব আলো সুপথ না দেখায়
ভরা থাকে তা কাঁটায়।
সকল পথই না তো পৌঁছায়
স্বর্গ-সুখের ঠিকানায় ।
তবু শুনতে হয় শব্দ
নিতে হয় আলো ;
চলতে হয় যে পথও
থাকতে হয় ভালো।