হাজার মনকে দ্যাখে পেয়েছি তোমায়
সকল দুয়ারে ছিঁড়ে নিয়েছি তোমায়।
আমার হৃদয় গৃহে বসিয়ে তোমায় ।
সংসার আলোয় এই নতুন অধ্যায়।
আজ পদার্পণ করি পথো সূচনায়।
ঈশ্বরের কাছে আমি করেছি প্রণাম।
নিজের বাসিব ভালো সকলি বনাম।
ভালো টুকু রাখি তার দেই বিসর্জন।
কাল বেদ ছিড়ি বেধ চালকের মোড়
পিছন দুয়ার ছিঁড়ি এলাম তোমার,
সকল পরিজনকে ফেলে আসা যার ।।
এই নব পথ চড়ে চলিব তোমার।
সংসার নামক এক কঠিন দুয়ার,
ধরা দিল মোর পায় ডুকেছি মাথায়।
সেখানে হলাম দুই আপনার ঘর,
আমি আছি আর দুই পায়ের যাত্রীর।
আমি দেখি ছবি যার আমার হৃদয়
যাহার তরে আমার সঙির বিধায়।
জীবনের পথ আমি দেখিব তোমায়
আমারে দেখিবে তুমি আপনার করে।
আমি খুঁজে পাই জীবনের যাত্রা।
কঠিন জীবন পথ পদযাত্রিত মুল।
আমাকে করিও ক্ষমা প্রতি পায় পায়।
জীবনের লেনাদেনা দিয়ো তুমি তায়।
ভুল হয় হোক কিছু হৃদয় বলিবা
আমার মনের কথা তোমার খাতায়।
আমাকে বুঝতে তুমি যখনি পারিবে
তোমাতে বিলিন আমি সঙ্গম পারিব।
আজ বলা হলো কথা কতো দিন পর।
এই কথা গুলো হলো অনেক পুরান
কিছু দিন পথ চলি হেঁটে দুজনার।