আমার কবিতা সমগ্র-গাঁয়ের কবিতা-৮

আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড

গাঁয়ের কবিতা-৮
-লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে সুখশান্তি আছে ভালবাসা,
এই গাঁয়ে জাগে মোর, নব নব আশা।
স্বর্গের সমান জানি এই গাঁ আমার,
গাঁয়ের মানুষ সবে মোর আপনার।

গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল,
গাছে গাছে ধরে কত ফুল আর ফল।
ছোট ছোট বাড়ি ঘর, সবুজের ছায়ে,
নানা জাতি ভাষা এক আমাদের গাঁয়ে।

এ গাঁয়ের চাষী ভাই, চাষ করে মাঠে,
মাঝি ভাই নৌকা বায় অজয়ের ঘাটে।
কামার কুমোর জেলে তাঁতি ও গোয়ালা,
আছে মালাকার ভাই রোজ গাঁথে মালা।

সবুজ ছায়ায় ঘেরা ছোট গ্রাম মোর,
দিনশেষে সন্ধ্যা নামে রাতি হয় ভোর।

0.00 avg. rating (0% score) - 0 votes