★জন্মসূত্রে ধার্মিক★ধর্মকে পুঁজি★

★জন্মসূত্রে ধার্মিক★
★ধর্মকে পুঁজি★
============================================================
জন্মসূত্রে ধার্মীক
তবে
কর্মকান্ডে অধার্মীক
ধর্মীয় নিয়মের
করে বিরোধীতা
নয় যা তার পছন্দের
ধর্ম যখন বলে
সভ্য হতে
পরিবার যখন বলে
সভ্য হতে
সমাজে তাকে সভ্য
থাকতে বলে
তাতেও কেহ সেই ধর্মকে
কেন করে আঘাত
কোনো
ধার্মিক নামের ধর্ম অনুসারী
তার মন্দ কর্মে
পুরো ধর্ম কেন হবে দায়ি?
তার মন্দ কর্মে
আসল ধার্মিক গণ
হবে কেন হেনস্থার স্বীকার?
যখন ধর্মে থেকে তার মন্দ কর্মে
ধার্মিকতাই দিল বিসর্জন
তবে কিসের ধার্মিক সে জন?
যখন কেহ
আশ্রয়ই নিল অন্য ধর্মের
যাতে আছে অশ্লীলতা
যাতে আছে
তার মন্দ কর্মের স্বাধীনতা, রুচিবোধ
তবে তখনো কি সে
সভ্য,সত্য আর শালীনতাকামী রয়?
জন্মসূত্রে ধার্মিক বলে
ধর্মকে করে হেয়
নেয় ধোঁকাবাজির আশ্রয়ই
কেহ
অশালীনতা, মন্দ কে
ব্যক্তি স্বাধীনতা,
ইচ্ছাধীন বলে বেড়ায়
এটাই কি সভ্যতা??
কোনো পাপীকে দিয়ে কি
নীতি-নৈতিকতা,ধর্মকে ঘীরে
সেই পুরো ধর্মকে ভুল বিবেচনা করা যায়????????
কারো
জন্মসূত্রে ধার্মিক ট্যাগে
আদতে মন্দের অনুসরণ এ
নিজ ধর্মকে ত্যাগে,
ধর্মকে কারো না মানার দায়
কেনো পুরো ধর্মের উপর বর্তায়??
তার মন্দ কর্মের দায়
কেনো পুরো ধর্মের উপর বর্তায়??????
এটাও ত তবে তার
নিজ ব্যক্তি ইচ্ছাধীন
এটাও ত তবে তার নিজ
মন্দ চিন্তা প্রসূত
এটাও ত তবে তার
নিজ ইচ্ছায় করা
ধর্মকে অবহেলায়,
স্ব-ইচ্ছায় মন্দকে বেছে নেয়া
তবে কোনো ধর্ম ই যদি
সেটাকে শালীনতায় দেখে
তবে
মন্দকে আর
মন্দ বলা কি চলে?
পাপকে আর
পাপ বলা কি চলে?
নৈতিকতায় বিভেদ
অসভ্যতাকে
সভ্যতার ন্যায় ভাবা
অসভ্যতাকে
ধর্মের নিয়ম ভাবা
যদি কোনো
ধর্মের নিয়মে পরে
কিসের সভ্য ধর্ম তা??
মিথ্যার আশ্রয়ে তৈরি ধর্মে
নৈতিকতা বলে কিছু থাকে??
আদতে অশ্লীলতা
আর মিথ্যার মিশ্রণ তাতে
তবে সঠিক ধর্মকে
হেয় করা যখন হয়
কারো ইচ্ছে
জন্মসূত্রে ধার্মিক নামে
করে সে যা ইচ্ছে
তার মন্দ কর্মের দায়ে
সেই পুরো ধর্ম নয় দায়ী
আসলে সে ভণ্ড,
এই পাপ তার ধর্মহীনতা
আর মন্দ ইচ্ছার প্রতিফলন

এটাও তার ধর্মকে হেয় করা
এটাও তার ধর্মকে না মানা
এটাও ত তার নিজ ব্যক্তি চিন্তার কর্ম
ধর্মকে যদি মানতই সে
পাপ কি কখনো করতো সে?????
দায়ি সে
ধর্মের নামে
অধার্মিক কাজের শাস্তিতে
ধর্মীয় নীতিতে
যদি দেয় কেহ বাধা
তাদের ইচ্ছে
সেই সঠিক ধর্মকে ক্ষতি করা
আদতে চায় না
ন্যায় বিচার আর
মন্দকে দূর করা
জন্মসূত্রে ধার্মীক বলে
আবার ধর্মকে করে হেয়
মানেনা যে ধর্মীয় রীতি
তারও আছে নাকি ধর্মীয় প্রীতি
ভণ্ড সে,মিথ্যাই
তার ছলচাতুরি
সভ্য,সত্য,সঠিক ধর্মকেও
যদি কেহ দেখে
মিথ্যার কাতারে
সভ্য,সত্য,শালীনতা হয়
যদি তার নিকট বিষতুল্য
সে মিথ্যার প্রত্যাশী
আর পার্থিব লোভী
কে বোঝাবে তাকে
হও যদি তুমি সেই
গুণিজন
শুনে নাও তবে
সকলে হবে
বোঝাতে অপারগ
তুমি ত অশ্লীলতা
আর বেহায়াপনার স্বাধীনতাকামী
যেই ধর্মে
অশ্লীলতায় নেই বিরোধ
সেটা তুমি মানতে রাজি
যেই ধর্ম
শালীনতায় পরিপূর্ণ
সেটা তুমি মানতে নারাজ
ধর্মকে না মানা ব্যক্তির
মন্দ কর্মের দায়
ফেলো কেনো সেই সঠিক ধর্মের উপর?????
কেনো করছো সেই কাজ???
করছো কেন দায়ী
প্রকৃত ধার্মীকদিগ কে
করছো কেনো দায়ী
সে সঠিক ধর্মকে
তুমি ভণ্ড,এসব তোমার ছলচাতুরী

ধরা পরে গেলে
কখনো হয়ে যাও নারীবাদী
ধরা পরে গেলে
হয়ে যাও মানবতাবাদী
ধরা পরে গেলে
হয়ে যাও মুক্তমনা
ধরা পরে গেলে
কখনো
হয়ে যাও নাস্তিক

ধর্মকে ভেবেছো
গোঁড়ামি যখন
তুমি যে শুধু
নামে ধার্মিক
কর্মে অধার্মিক
মানবে কি তোমার
পাপ কর্মের অসভ্য গুরুজন
ধর্মীয় শাসন করেছো হেয়
এসবই বুঝি
ধার্মিকতার পরিচয়????
ধার্মিক ট্যাগে পাপে ব্যর্থ
তাই
ধর্মকে ছেড়েছো
আর খুজছো মন্দে স্বার্থ
বিপথের পথিক
হয়েছো যখন
কাজই তোমার
সঠিক ধর্মের ক্ষতিসাধন
তুমি এক পার্থিব লোভি
অপদার্থ
সত্য প্রত্যাশী
যদি থাকো কেহ
খুঁজে দেখো,
নৈতিকতা
আর বিবেক দিয়ে
থাকো যদি সত্যের প্রতিক্ষায়
পেয়ে যাবে,
সভ্য,সত্য,শালীনতার ধর্ম
পরিপূর্ণ সত্যতার ধর্ম
জগৎ মাঝে
সংখ্যায় রয়েছে
ধর্ম অনেক
সঠিক ধর্ম সে ত শুধু এক
আর তার নাম
ইসলাম
============================================================

MKM

 

ভূল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয় ন্যায় নিবেন।

0.00 avg. rating (0% score) - 0 votes