নতুন ভোরের আলো

#নতুন_ভোরের_আলো
#বলরাম_সরকার
●●●●●●●●●●●●●●●●●●●●●
অন্য দিনের মত একটা দিন আরও
মিশে গেল কালের গহ্বরে ।
কিছু ভালো অভিজ্ঞতা কিছু বা মন্দ
রয়ে গেল স্মৃতির কারাগারে।
সেই সকল মন্দ স্মৃতি ,যাও ভুলে ;
যা এনেছিল জল , ওই দুচোখে।
রাখ শুধু শিক্ষা টুকু ,দাঁড়িয়েছিলে
কিভাবে রুখে ,বিপদের সম্মুখে।
ভেবে দেখো, তোমার মতন কেউ
আছে নাকি এমন পুণ্যবান ;
কত ঝঞ্ঝা , কত আঘাত সয়েও
আছ তুমি দাঁড়িয়ে ,হয়ে মহান ।

নিবিয়ে বাতি ঘুমিয়ে পড় ,
দেখ মনের স্বপ্ন গুলো ;
কাল প্রভাতে পাবে দেখা
নতুন ভোরের আলো ।
#শুভরাত্রি

0.00 avg. rating (0% score) - 0 votes