আষাঢ়ে বাদল নামে না
✍ বলরাম সরকার
~~~~~~~~~~~~~~~~
তোমার আসার কথা ছিল মৌসুমী ,
তুমি আসো নি।
উড়ে উড়ে –
কত দেশ , কত সাগর ঘুরে ,
আগে তো এসে যেতে তুমি
আমার মনের উপকূলে ।
এখন সে পথ খানি
গিয়েছ কি ভুলে ?
আজ হৃদয়ের জমিটা
হয়ে গেছে চৌচির ,ফুটিফাটা।
মনের বনের সবুজ গাছের
শিকড়ে আছে যারা ,
পেতে চায় তারা , তোমার
করুনার ধারা ।
তার ডালে বসে আনমনে
ক্ষুদ্র চাতক পাখি
চেয়ে রয় আকাশ পানে ;
পিয়াসে কাতর আঁখি।
তোমারই আশায় বসে ,
ভুল হয়েছে কি না, জানি না !
জীবনে এখন আষাঢ় আসে ;
তবু বাদল নামে না ।
রুকুশপুর , পূর্ব -বর্ধমান
২৮:০৬:২০১৯ সন্ধ্যা ৭:২৬